০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশে পুশইন সহ্য করা হবে না: বিজিবি কমান্ডার

বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানো মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

রবিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ছোট ফরিংগা বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি কমান্ডার বলেন,  “বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া (পুশইন) কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সীমান্ত দিয়ে পুশইনসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ কঠোর হাতে দমন করা হবে।”

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেসব এলাকা দিয়ে পুশইন, চোরাচালান, মাদক ও গরু পাচার বন্ধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, “সীমান্তে পুশইন, চোরাচালান, মাদক ও গরু পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলামসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বাংলাদেশে পুশইন সহ্য করা হবে না: বিজিবি কমান্ডার

আপডেট সময়: ০৪:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানো মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

রবিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ছোট ফরিংগা বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি কমান্ডার বলেন,  “বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া (পুশইন) কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সীমান্ত দিয়ে পুশইনসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ কঠোর হাতে দমন করা হবে।”

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেসব এলাকা দিয়ে পুশইন, চোরাচালান, মাদক ও গরু পাচার বন্ধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, “সীমান্তে পুশইন, চোরাচালান, মাদক ও গরু পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলামসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।