০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

“আমি বিপদে আছি”—ফোনে জানিয়ে নিখোঁজ সদরপুরের ব্যবসায়ী উজ্জল মাতুব্বর

ফরিদপুরের সদরপুর বাজারের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মোঃ উজ্জল মাতুব্বর (৪০)। তিনি সদরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ‘মা ক্লথ হাউস’-এর মালিক মোঃ মিজানুর রহমান ও ‘শাওন সিয়াম গার্মেন্টস’-এর মালিক মোঃ রব্বানী মাতুব্বরের ভাতিজা। উজ্জলের বাড়ি সদরপুর উপজেলার মটুকচর গ্রামে। তার বাবা মোঃ মাজেদ মাতুব্বর।

পারিবারিক সূত্রে জানা যায়, উজ্জল মাতুব্বর তার চাচা রব্বানী মাতুব্বরের মালিকানাধীন শাওন সিয়াম গার্মেন্টস-এর দেখাশোনা করতেন। গতকাল ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বেলা দুইটার দিকে তিনি আনিস উদ্দিন সিটির ওই গার্মেন্টস থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবার ও স্বজনরা সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত ৯টার দিকে তার ব্যবহৃত ফোন নম্বর থেকে একটি কল আসে। ফোন রিসিভ করলে উজ্জল নিজেই জানান “আমি খুব বিপদে আছি, কোথায় আছি জানি না।”

তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা গেছে, ফোন কলটি নারায়ণগঞ্জ এলাকা থেকে করা হয়েছিল। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের কারণ পরিবার এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না।

উজ্জলের দুই সন্তান রয়েছে, তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা।

নিখোঁজের খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

“আমি বিপদে আছি”—ফোনে জানিয়ে নিখোঁজ সদরপুরের ব্যবসায়ী উজ্জল মাতুব্বর

আপডেট সময়: ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ফরিদপুরের সদরপুর বাজারের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মোঃ উজ্জল মাতুব্বর (৪০)। তিনি সদরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ‘মা ক্লথ হাউস’-এর মালিক মোঃ মিজানুর রহমান ও ‘শাওন সিয়াম গার্মেন্টস’-এর মালিক মোঃ রব্বানী মাতুব্বরের ভাতিজা। উজ্জলের বাড়ি সদরপুর উপজেলার মটুকচর গ্রামে। তার বাবা মোঃ মাজেদ মাতুব্বর।

পারিবারিক সূত্রে জানা যায়, উজ্জল মাতুব্বর তার চাচা রব্বানী মাতুব্বরের মালিকানাধীন শাওন সিয়াম গার্মেন্টস-এর দেখাশোনা করতেন। গতকাল ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বেলা দুইটার দিকে তিনি আনিস উদ্দিন সিটির ওই গার্মেন্টস থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবার ও স্বজনরা সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত ৯টার দিকে তার ব্যবহৃত ফোন নম্বর থেকে একটি কল আসে। ফোন রিসিভ করলে উজ্জল নিজেই জানান “আমি খুব বিপদে আছি, কোথায় আছি জানি না।”

তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা গেছে, ফোন কলটি নারায়ণগঞ্জ এলাকা থেকে করা হয়েছিল। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের কারণ পরিবার এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না।

উজ্জলের দুই সন্তান রয়েছে, তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা।

নিখোঁজের খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।