০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিমুল পারভেজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এ লক্ষ্য বাস্তবায়নে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সংগীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ভোটটা ধানের শীষে দিয়েন! আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি!!—-সাবেক মেয়র মতিউর রহমান!

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময়: ০৩:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

শিমুল পারভেজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এ লক্ষ্য বাস্তবায়নে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সংগীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।