মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (৩ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন পেশায় যারা মেধা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন—তাদের মধ্য থেকে যোগ্য প্রবাসীদের ‘অভিবাসী দিবস পুরস্কার ২০২৫’-এ ভূষিত করা হবে।
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫। প্রার্থীদের নির্ধারিত তথ্য ও প্রমাণাদি সংযুক্ত করে আবেদন পাঠাতে হবে মান্যবর হাইকমিশনার বরাবর নিচের ঠিকানায়:
📍 Bangladesh High Commission,
No. 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur, Malaysia
📧 mission.kualalumpur@mofa.gov.bd / fs.bhc.kl@gmail.com
হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণেই এই আয়োজন সফল হবে।