১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মদুনাঘাটে গুলি করে বিএনপি কর্মী হাকিম চৌধুরী (৫০)-কে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা ও ‘হামিম এগ্রো’ গরুর খামারের মালিক ছিলেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট কারযোগে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বুক ও পেটে একাধিক গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তার মৃত্যুর খবর পাই।”

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এটি একটি টার্গেট কিলিংয়ের ঘটনা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময়: ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মদুনাঘাটে গুলি করে বিএনপি কর্মী হাকিম চৌধুরী (৫০)-কে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা ও ‘হামিম এগ্রো’ গরুর খামারের মালিক ছিলেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট কারযোগে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বুক ও পেটে একাধিক গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তার মৃত্যুর খবর পাই।”

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এটি একটি টার্গেট কিলিংয়ের ঘটনা।