০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোবারক হোসেন গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় আলোচিত ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম। সোমবার (৬ অক্টোবর) রাতে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একটি বাসের হেলপার ছিলেন এবং পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে বাসার মালিক মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে ফুল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করে। তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে মোবারক হোসেন ও তার সহযোগীরা চমেক হাসপাতাল থেকে কৌশলে মরদেহটি বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–৩২, তারিখ–২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা–৩৯২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। পরবর্তীতে মামলার রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৭ তৎপরতা বাড়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. মোবারক হোসেনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

চট্টগ্রামে চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোবারক হোসেন গ্রেফতার

আপডেট সময়: ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় আলোচিত ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম। সোমবার (৬ অক্টোবর) রাতে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একটি বাসের হেলপার ছিলেন এবং পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে বাসার মালিক মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে ফুল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করে। তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে মোবারক হোসেন ও তার সহযোগীরা চমেক হাসপাতাল থেকে কৌশলে মরদেহটি বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–৩২, তারিখ–২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা–৩৯২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। পরবর্তীতে মামলার রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৭ তৎপরতা বাড়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. মোবারক হোসেনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।