
শিমুল পারভেজ,স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি অভিযুক্ত আসামিকে না পেয়ে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে মারধর ও টাকা আদায় করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার পলাতক আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তারের জন্য এএসআই হরেন্দ্রনাথ দেবদাশ গোপন সূত্রে জানতে পারেন যে, মামুন চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন এলাকায় অবস্থান করছে। পরে তিনি সেখানে গিয়ে অভিযুক্ত আসামিকে না পেয়ে তার ভাই মো. টুটুন আলীকে আটক করে ভয়ভীতি দেখিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় টুটুন আলীকে মারধর করে ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তার কাছ থেকে ৩২ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর দাবি, টাকা না দিলে আরও হয়রানির হুমকি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি দায়িত্ব অনুযায়ী আইনগত কাজ করেছি।”
রামগঞ্জ থানার ওসির কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে বা অভিযোগের বিষয়ে কোনো কথা বললে এড়িয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই হরেন্দ্রনাথ দেবদাশের বিরুদ্ধে এর আগেও এরকম ধরনের অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
আপডেট:
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, উক্ত সংবাদের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এতে জানানো হয়, এসআই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাশের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি দায়িত্ব অনুযায়ী আইনগত কাজ করেছেন।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, হরেন্দ্রনাথ দেবদাশ বিভিন্ন সময় চোরাই মোটরসাইকেল ও মাদক উদ্ধারসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে সফলতা অর্জন করেছেন।
দৈনিক জাগ্রত দেশ সংবাদের সব পক্ষের বক্তব্য প্রকাশের চেষ্টা করেছে।