১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরে দুই দিনব্যাপী শুভাকাশ ইশারার ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ 

“সবুজ শ্যামল বাংলাদেশ, সুখী, সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা তার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করেছে।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি এসআর শফিক স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং শুভাকাশ ইশারার সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুম্মান হোসেন। উপস্থাপনা করেন কাজী মোস্তাফিজ টুটুল ও সানজিদা আক্তার সীমা।

বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানে খুলনা, ঢাকা ও মাদারীপুরের শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সড়কে শত্রুতার জেরে রাস্তায় মাটি ফেলা—জনদুর্ভোগ চরমে

মাদারীপুরে দুই দিনব্যাপী শুভাকাশ ইশারার ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময়: ০৪:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ 

“সবুজ শ্যামল বাংলাদেশ, সুখী, সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা তার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করেছে।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি এসআর শফিক স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং শুভাকাশ ইশারার সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুম্মান হোসেন। উপস্থাপনা করেন কাজী মোস্তাফিজ টুটুল ও সানজিদা আক্তার সীমা।

বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানে খুলনা, ঢাকা ও মাদারীপুরের শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।