১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান, মামলা দেওয়ার হুমকি!

মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোর–এর সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বুধবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সোহান। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন।

সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, এএসআই হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন। এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা জানিয়েছে যে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বটিয়াঘাটা সাংবাদিকদের মানববন্ধন

নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান, মামলা দেওয়ার হুমকি!

আপডেট সময়: ০৭:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোর–এর সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বুধবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সোহান। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন।

সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, এএসআই হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন। এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা জানিয়েছে যে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।