নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:
ওয়ার্ড ওয়ে কাবা ফাউন্ডেশনের উদ্যোগে উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লেয়াকত হোসেন, এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আনিছুর রহমান, মোঃ আবুল হাসেম, সম্পাদক, প্রকাশক ও চেয়ারম্যান বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটি,
ড. প্রফেসর ফেরদৌস, ফজলুল হক, ও তরুণ সঙ্গের চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইছমাইল হোসেন, এবং অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইছমাইল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়ার্ড ওয়ে কাবা ফাউন্ডেশন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”
তারা আরও বলেন, একতা, সহযোগিতা ও মানবসেবার মনোভাব নিয়ে সবাইকে ফাউন্ডেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে, তবেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানের শেষে নতুন উপদেষ্টা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।