০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

কালাইয়ে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

মো: সুমন মন্ডল, জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে কালাই প্রশাসন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিমা আক্তার জাহান উপজেলা নির্বাহী অফিসার।

এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মৌদুদ আলম যুগ্ম আহবায়ক, কালাই থানা বিএনপি,লুৎফর রহমান সভাপতি, কালাই মডেল প্রেস ক্লাব,নাজিম উদ্দিন অধ্যক্ষ, কালাই সরকারি মহিলা কলেজ, এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার (ডলার)সাধারণ সম্পাদক, কালাই প্রেস ক্লাব, জনাব হারুন রশীদ উপজেলা মৎস্য অফিসার, নূর নাহিদ শিক্ষক, কালাই কাকলি শিক্ষা নিকেতন ও সানজিদা আক্তার শিক্ষার্থী, কালাই সরকারি মহিলা কলেজ।

বক্তারা বলেন, একটি লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি একটি জাতির জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম স্তম্ভ। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে একটি আধুনিক লাইব্রেরির ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে—সব বয়সের মানুষের জন্য জ্ঞান অর্জনের দরজা খুলে দেওয়া। এই লাইব্রেরি হবে মুক্ত চিন্তা ও সৃজনশীলতার কেন্দ্র।

লাইব্রেরিতে গল্প, কবিতা, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, ধর্ম, দর্শন, চিকিৎসা ও আইনসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ বইয়ের সংগ্রহ থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাধারণ পাঠকের জন্য এটি হবে এক অমূল্য সম্পদ।

বক্তারা আরও বলেন, লাইব্রেরি একটি নীরব কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান—যা সমাজে সচেতনতা, সহনশীলতা ও সৃজনশীলতার চর্চাকে এগিয়ে নেয়। নিয়মিত লাইব্রেরি ব্যবহারে জ্ঞান বৃদ্ধি পায়, চিন্তাশক্তি বিকশিত হয় এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা লাইব্রেরিটি পরিদর্শন করেন এবং এটিকে বইপ্রেমীদের জন্য উন্মুক্ত পাঠাগার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানায়।

সংশ্লিষ্ট বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরি ভবিষ্যতে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন 

কালাইয়ে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

আপডেট সময়: ০৬:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মো: সুমন মন্ডল, জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে কালাই প্রশাসন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিমা আক্তার জাহান উপজেলা নির্বাহী অফিসার।

এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মৌদুদ আলম যুগ্ম আহবায়ক, কালাই থানা বিএনপি,লুৎফর রহমান সভাপতি, কালাই মডেল প্রেস ক্লাব,নাজিম উদ্দিন অধ্যক্ষ, কালাই সরকারি মহিলা কলেজ, এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার (ডলার)সাধারণ সম্পাদক, কালাই প্রেস ক্লাব, জনাব হারুন রশীদ উপজেলা মৎস্য অফিসার, নূর নাহিদ শিক্ষক, কালাই কাকলি শিক্ষা নিকেতন ও সানজিদা আক্তার শিক্ষার্থী, কালাই সরকারি মহিলা কলেজ।

বক্তারা বলেন, একটি লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি একটি জাতির জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম স্তম্ভ। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে একটি আধুনিক লাইব্রেরির ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে—সব বয়সের মানুষের জন্য জ্ঞান অর্জনের দরজা খুলে দেওয়া। এই লাইব্রেরি হবে মুক্ত চিন্তা ও সৃজনশীলতার কেন্দ্র।

লাইব্রেরিতে গল্প, কবিতা, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, ধর্ম, দর্শন, চিকিৎসা ও আইনসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ বইয়ের সংগ্রহ থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাধারণ পাঠকের জন্য এটি হবে এক অমূল্য সম্পদ।

বক্তারা আরও বলেন, লাইব্রেরি একটি নীরব কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান—যা সমাজে সচেতনতা, সহনশীলতা ও সৃজনশীলতার চর্চাকে এগিয়ে নেয়। নিয়মিত লাইব্রেরি ব্যবহারে জ্ঞান বৃদ্ধি পায়, চিন্তাশক্তি বিকশিত হয় এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা লাইব্রেরিটি পরিদর্শন করেন এবং এটিকে বইপ্রেমীদের জন্য উন্মুক্ত পাঠাগার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানায়।

সংশ্লিষ্ট বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরি ভবিষ্যতে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে।