০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জন আটক 

সাধীন আলম হোসেন,স্টাফ রিপোর্টার নাটোর:

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। তবে এঘটনায় ইতিমধ্যে গুঞ্জন উঠেছে আটককৃতদের ছাড়িয়ে নিতে থানায় তদবির চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

আটককৃতরা হলেন, আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে

মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নাটোর জেলা ডিবি পুলিশের ওসি হাবিবুল্লাহ হাসিব বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন 

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জন আটক 

আপডেট সময়: ০৬:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

সাধীন আলম হোসেন,স্টাফ রিপোর্টার নাটোর:

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। তবে এঘটনায় ইতিমধ্যে গুঞ্জন উঠেছে আটককৃতদের ছাড়িয়ে নিতে থানায় তদবির চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

আটককৃতরা হলেন, আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে

মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নাটোর জেলা ডিবি পুলিশের ওসি হাবিবুল্লাহ হাসিব বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।