
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। তবে এঘটনায় ইতিমধ্যে গুঞ্জন উঠেছে আটককৃতদের ছাড়িয়ে নিতে থানায় তদবির চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বুধবার (৮ অক্টোবর-২৫) দিবাগত রাত বৃহস্পতিবার ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন,আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪),শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী(২৪),আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নাটোর জেলা ডিবি পুলিশের ওসি হাবিবুল্লাহ হাসিব সংবাদ কর্মীদের বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।