
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজে আজ(৯ অক্টোবর) অনুষ্ঠিত হলো বিএনসিসি মহাস্থানগড় ইউনিটের একটি সচেতনতামূলক ক্যাম্পিং ও কর্মশালা। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল “রোড সেফটি এবং ছাত্র-ছাত্রীদের করণীয়” শীর্ষক আলোচনা, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং অর্ধ লক্ষাধিক মানুষ আহত হন। এর মধ্যে মোটরসাইকেল ও থ্রি-হুইলার দুর্ঘটনার হার উল্লেখযোগ্য। শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার ৩৫ শতাংশ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন ব্যাপক সচেতনতা। শিক্ষার্থীরাই পারে সমাজে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে।” এ সময় তিনি সকলকে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন এবং এই বার্তা পরিবারের অভিভাবকদের কাছেও পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিএনসিসি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নবাব সিরাজউদ্দৌলা কলেজের শিক্ষকবৃন্দ, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং নাটোর ট্রাফিক বিভাগের টিআই।
আলোচনা শেষে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত চমৎকার, তথ্যসমৃদ্ধ এবং প্রাসঙ্গিক।