
তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক শক্তি। দেশের যখনই কোনো দুর্যোগ আসে, তখন বিএনপির নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কালিখোলা এলাকায় এক মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, দেশের প্রতিটি স্তরের বিএনপি নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পারি—বিএনপি জনগণের দল, জনগণের সেবক।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম-আহ্বায়ক কে. এম আবু সাঈদ প্রমুখ।