
শরিফুল ইসলাম, সাতক্ষীরা পতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে সাতানী উত্তর পাড়া জামে মসজিদে নির্বাচনি বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই অক্টোবর ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি মোঃআফসার উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওঃ মুতাছিম বিল্লার সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারী প্রভাষক মাওঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুশখালী ইউনিয়ন শাখার আমীর ক্বারী গোলাম রসুল শাহী। বিশেষ অতিথ হিসাবে আরোও উপুস্তিত ছিলেন সেক্রেটারি প্রভাষক আনারুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওঃ মুতাছিম বিল্লাহ। সবশেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে বৈঠক শেষ করেন।