
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন পাইলট হাই স্কুলে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান শিকদার ও শিরিন সুলতানা প্রমুখ।
জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে একটি করে টাইফয়েড প্রতিষেধক টিকা দেওয়া হবে। এতে তারা আগামী পাঁচ বছর পর্যন্ত টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।
উদ্বোধনী দিনে উপজেলার চারটি স্কুলের ১,১৩০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। পরবর্তী এক মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে চরভদ্রাসন উপজেলার প্রায় ১৭,৮১১ জন শিশু-কিশোরকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।