
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বাড়ির অংশ ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা আলতাপ হোসেনের জমি দখলের চেষ্টা করছিলেন একই গ্রামের শিক্ষক মনির হোসেন। এ নিয়ে ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর মনির হোসেন নিজেই নিজের বাড়ির একটি অংশ ভেঙে আলতাপ হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে আলতাপ হোসেন বলেন, মনির হোসেন আমার জমিতে জোর করে স্থাপনা নির্মাণ করছিল। আমি তাকে বাধা দিলে তিনি আমার বাধা উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে যায়। পরে আমি ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে মনির ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়ির একটা অংশ ভাঙচুর করে আমাদের নামে মামলা করে। এই ঘটনার ভিডিও আমারা মোবাইল ফোনে ধারন করে রেখেছি। এছাড়া তারা ১৪৪ ধারা অমান্য করে রাতের আধারে কাজ করার ভিডিও আমার কাছে আছে।
এই বিষয়ে মনির হোসেন সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে মনিরের স্ত্রী জানান, এই জমি আমাদের। আলতাপ হোসেন বিভিন্ন ভাবে আমাদের জমি দখলের পায়তারা করছে।
তিনি বলেন, বাড়িতে হামলার বিষয়ে আমি কোন কথা বলতে চাই না।