ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পেঁয়াজখালি বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন বাঁশের ব্রীজ বা সাঁকোর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২০ অক্টোবর) এ সাঁকোর উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল।
সাঁকোটি নির্মাণে অর্থায়ন করেছেন কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আলমগীর কবির। তাঁর অনুরোধে স্থানীয় কৃষকদল নেতাকর্মীদের নিজস্ব শ্রম ও উদ্যোগে এ সাঁকো নির্মিত হয়।
সাঁকোটি চালু হওয়ায় ভুবনেশ্বর নদের দুই তীরের সহস্রাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। বিশেষ করে নদের দুই প্রান্তের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এখন সহজে যাতায়াত করতে পারবে।