ফরিদপুরের সদরপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এক হোটেল ও রেস্টুরেন্ট মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে সদরপুর কলেজ মোড়স্থ ঐতিহ্যবাহী মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টে হোটেল মালিক ইকতিয়াজ আহমেদ তানজিদ (২১), পিতা: মোঃ মমিন মোল্যা, এর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।