০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন রায়হান জামিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, রায়হান জামিলের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রির আয়োজন করা হবে।

এ বিষয়ে রায়হান জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা বৃহস্পতিবার ১ টাকায় গরুর মাংস বিক্রি করব। যাদের কাছে বিক্রি করা হবে, তাদের আগেই তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে এ সুযোগ দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ বিক্রির ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল। ওইদিন কম দামে মাছ কিনতে শত শত মানুষ ভিড় জমালেও পর্যাপ্ত ইলিশ না থাকায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে জনতার চাপে সেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন তিনি।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন রায়হান জামিল

ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন রায়হান জামিল

আপডেট সময়: ০১:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, রায়হান জামিলের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রির আয়োজন করা হবে।

এ বিষয়ে রায়হান জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা বৃহস্পতিবার ১ টাকায় গরুর মাংস বিক্রি করব। যাদের কাছে বিক্রি করা হবে, তাদের আগেই তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে এ সুযোগ দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ বিক্রির ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল। ওইদিন কম দামে মাছ কিনতে শত শত মানুষ ভিড় জমালেও পর্যাপ্ত ইলিশ না থাকায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে জনতার চাপে সেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন তিনি।