০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে মামা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে সাফওয়ান (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের পুত্র। এ ঘটনায় গ্রামবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ইমরান হোসেন জানান, গতকাল বিকেলে নিহত সাফওয়ান ও তার মা ফাতেমা বেগমের সাথে ঢেউখালী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। (মঙ্গলবার) সকাল ৯টার দিকে সে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে নেমে পড়ে। বাড়ির লোকজন সাফওয়ানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা সাফওয়ানকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামসুন্দর সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন রায়হান জামিল

মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময়: ০১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে মামা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে সাফওয়ান (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের পুত্র। এ ঘটনায় গ্রামবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ইমরান হোসেন জানান, গতকাল বিকেলে নিহত সাফওয়ান ও তার মা ফাতেমা বেগমের সাথে ঢেউখালী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। (মঙ্গলবার) সকাল ৯টার দিকে সে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে নেমে পড়ে। বাড়ির লোকজন সাফওয়ানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা সাফওয়ানকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামসুন্দর সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।