০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে; কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো। আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ, মানিক সাংমাসহ ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

আপডেট সময়: ০১:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে; কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো। আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ, মানিক সাংমাসহ ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।