১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

রাজাপুরে বিএনপি নেতার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চার’শোর বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।

রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে বাথ-জনিত ব্যথা ও রিউমাটোলজি সমস্যায় ভুগছেন এমন ৪০০-র বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দরিদ্র, দূর-দুরান্তের রোগীরা এ ক্যাম্পে অগ্রাধিকার পান। ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বরিশাল মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য—অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রিনা ফেরদৌস

ডা. ফাহাদ (রিউমাটোলজি বরিশাল মেডিকেল কলেজ), ডা. তৌফিক এলাহী, ট্রাস্টের সেক্রেটারি ডা. পিয়াস বিশ্বাস, ডা. বর্ষা ইসলাম, এ ছাড়া নার্স, ফার্মাসিস্ট ও ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্যসহ মোট ৩৩ সদস্যের একটি মেডিকেল টিম সারাদিন চিকিৎসাসেবা প্রদান করেন।

ব্যারিস্টার মইন ফিরোজী বলেন, “মানুষের সেবা করার সুযোগ পেলেই আমি নিজেকে ধন্য মনে করি। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা পাওয়া আজও কঠিন—এ বাস্তবতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ নেওয়া হবে।”

অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজীর বলেন, “আমাদের ফাউন্ডেশন সবসময় মানবিক উদ্যোগে কাজ করে আসছে।রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ যাতে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কাছে পায়—এ ক্যাম্প তারই অংশ। প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনকে স্মরণ করে এ আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাজাপুরে বিএনপি নেতার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চার’শোর বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট সময়: ১২:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।

রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে বাথ-জনিত ব্যথা ও রিউমাটোলজি সমস্যায় ভুগছেন এমন ৪০০-র বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দরিদ্র, দূর-দুরান্তের রোগীরা এ ক্যাম্পে অগ্রাধিকার পান। ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বরিশাল মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য—অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রিনা ফেরদৌস

ডা. ফাহাদ (রিউমাটোলজি বরিশাল মেডিকেল কলেজ), ডা. তৌফিক এলাহী, ট্রাস্টের সেক্রেটারি ডা. পিয়াস বিশ্বাস, ডা. বর্ষা ইসলাম, এ ছাড়া নার্স, ফার্মাসিস্ট ও ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্যসহ মোট ৩৩ সদস্যের একটি মেডিকেল টিম সারাদিন চিকিৎসাসেবা প্রদান করেন।

ব্যারিস্টার মইন ফিরোজী বলেন, “মানুষের সেবা করার সুযোগ পেলেই আমি নিজেকে ধন্য মনে করি। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা পাওয়া আজও কঠিন—এ বাস্তবতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ নেওয়া হবে।”

অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজীর বলেন, “আমাদের ফাউন্ডেশন সবসময় মানবিক উদ্যোগে কাজ করে আসছে।রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ যাতে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কাছে পায়—এ ক্যাম্প তারই অংশ। প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনকে স্মরণ করে এ আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।”