০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন

গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদের অবসান ঘটেছে। নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন।

নতুন পলাশবাড়ী রাঙ্গামাটির কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেন—
সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস,
সহ সভাপতি কার্তিক চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।

স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের মতবিরোধ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন

আপডেট সময়: ১২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদের অবসান ঘটেছে। নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন।

নতুন পলাশবাড়ী রাঙ্গামাটির কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেন—
সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস,
সহ সভাপতি কার্তিক চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।

স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের মতবিরোধ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।