০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

মো: রাজিব খাঁন, রাজশাহী:

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫। এবছরের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল। সকাল থেকে কেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ যোগান। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ ও মোহনপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্বশীলরা জানান, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, কোনো অনিয়ম ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সবাই সন্তুষ্ট।

পরীক্ষার ফলাফল বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

মো: রাজিব খাঁন, রাজশাহী:

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫। এবছরের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল। সকাল থেকে কেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ যোগান। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ ও মোহনপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্বশীলরা জানান, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, কোনো অনিয়ম ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সবাই সন্তুষ্ট।

পরীক্ষার ফলাফল বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে।