মাহাবুব হোসেন, কুমারখালী ( কুষ্টিয়া )প্রতিনিধি:
যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা জ্বলে পুরে মরবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
শনিবার (১৫ নভেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ-মন্তব্য করেন।
মেহেদী রুমী বলেন,কে কি বিক্ষোভ করলো আই ডোন্ড মাইন্ড ফর দ্যাট,যেমন জামায়াত ইসলামিরা বেহেশতে পাঠাচ্ছে, বেহেশতে কি জামায়াত ইসলাম পাঠাতে পারে, এটা আল্লাহ ও নবী পারেন।
এরকম কে বিক্ষোভ মিছিল করলো, উগ্র স্লোগান দিলো আই ডোন্ড কেয়ার, এরা জ্বলে পুরে মরবে আপনারা অপেক্ষা করেন।
তিনি আরও বলেন, আমি আমার দলের সবার সাথে কথা বলেছি, বিশেষ করে দলের মনোনয়ন প্রত্যাশি আনছার প্রামাণিকের সাথে, সে বলেছে যদি সে নির্বাচন না করে তাহলে অবশ্যই আমার পক্ষে কাজ করবে। নির্বাচনের সময় সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুমারখালী উপজেলা শাখার আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ ফাহিমা রুমীর সভাপতিত্বে কুষ্টিয়া-৪ আসনের মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা পারভীন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড শাতিল মাহমুদের সঞ্চালনায়
সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড, গোলাম মহম্মদ, কুমারখালী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম নিপন, উপজেলা মহিলা দলের নেত্রী শাহানা ইসলাম নিতু, মাসুমা আক্তার রত্না, সেলিনা আক্তার মিনি, মেহেরুন নেছাসহ বক্তব্য রাখেন অনেকেই।
সমাবেশে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।