মোঃ মাহবু বুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর/২৫) সকালে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আওয়াল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ নওশের আহমেদ তামান্না
সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল জব্বার
যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ নূরে আলম সিদ্দিকী
কাউন্সিলর প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম
দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাহবু বুর রহমান
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা
জাতীয় উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা ও দক্ষতাকে স্মরণ করে এই র্যালিতে অংশগ্রহণকারীরা গণপ্রকৌশলের গুরুত্ব তুলে ধরেন।