মোঃ আবু সাইদ, পাবনাঃ
পাবনা সদর উপজেলার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া ঘাটপাড় এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। নিখোঁজের মাত্র দুই ঘণ্টা পর জঙ্গলের ভেতর পাটিতে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯ বছরের শিশু হাফসার মরদেহ। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়ির পেছনের জঙ্গলের কাদা মাখানো স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হাফসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মল্লিক সরদারের নাতনি এবং প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে। সম্প্রতি সে নানীর বাড়িতেই অবস্থান করছিল।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা ৬টার পর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। মাইকিং করা হলেও কোনো খোঁজ মিলছিল না। পরে বাড়ির পেছনের জঙ্গলে তল্লাশি চালাতে গিয়ে পাটিতে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, মরদেহ উদ্ধারের স্থানটি দীর্ঘদিন ধরে নির্জন ছিল এবং সেখানে নিয়মিত কিছু বখাটে নেশা করত। নিরাপত্তাহীনতার কারণে এলাকাবাসী এ বিষয়ে আগে মুখ খুলতে সাহস পাননি।
ঘটনার পর সন্দেহজনক আচরণের কারণে রমজান (২৮) ও সাব্বির (২৫) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কেল এএসপি শরিফুল ইসলাম, সদর থানার ওসি আব্দুস সালাম, তদন্ত ওসি সঞ্জয় কুমারসহ পুলিশের সাতটি টিম এবং পিবিআইয়ের কর্মকর্তারা।
তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও ঘটনা উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।