মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর সদর জেলার কান্দাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ জানুয়ারি ২০০২ সালে জন্মগ্রহণ করেন রনি হোসেন ।
রনি হোসেনের পিতা মোঃ মোশারফ হোসেন পেশায় একজন কৃষক । মাতা রুপালী বেগম একজন গৃহিণী।
ছোট থেকেই মো :রনি হোসেন মেধাবী ছাত্র ছিলেন।
তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন দিঘারপাড় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।
তিনি ২০১৭ সালে শেরপুর ভিক্টরিয়া একাডেমি হতে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
রনি হোসেন শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫, ট্যানেল্টপুল বৃত্তি এবং ঢাকা বোর্ডের ৩৪ তম স্থান অর্জন করেন।
এরপর স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত রয়েছেন।
তিনি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেন এবং রনি হোসেন ৪৯ তম বিসিএস পরীক্ষায় (বিশেষ) শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, রনি হোসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করেন। ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণে ভূমিকা রাখেন।