০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পীরগাছায় সাংবাদিক আসাদুজ্জামান মানিক গ্রেপ্তার: এলাকাবাসীর ক্ষোভ, প্রেস ক্লাবের নিন্দা

শাহীন মির্জা সুমন, বিশেষ প্রতিনিধি রংপুর:
রংপুর পীরগাছার সাংবাদিক আসাদুজ্জামান মানিককে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করার ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে তাকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণীর হাট থেকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান মানিক ওই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক গণকণ্ঠ’র পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, এক মাস আগে গত ২০ অক্টোবর নওদাপাড়া গ্রামে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের (৪৭) পুকুরে বিষ দিয়ে মাছ চুরি করেছেন মানিক। তবে স্থানীয়রা শুরু থেকেই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে আসছেন। তাদের দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগটি ব্যক্তিগত বিরোধের কারণে করা হয়েছে।


এদিকে একমাস আগের একটি মিথ্যা ঘটনা দেখিয়ে গত শুক্রবার অজ্ঞাত কারণে পীরগাছা থানায় হঠাৎ মামলাটি রেকর্ড করা হয়। এরপর শনিবার পুলিশ মানিককে গ্রেপ্তার করে।

এলাকাবাসী বলেন, এমন একটি ভিত্তিহীন অভিযোগে একজন কর্মরত সাংবাদিককে গ্রেপ্তার করা অন্যায় এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। মানিকের সহকর্মীদের ধারণা, মানিক এলাকায় বিভিন্ন অনিয়মেরর প্রতিবাদ করায় তাকে শত্রুতার টার্গেট করা হতে পারে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পীরগাছা প্রেস ক্লাব। তারা বলছে, মিথ্যা মামলায় সাংবাদিককে হয়রানি করা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য বের করে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, পীরগাছায় মামলার নামে হয়রানি এখন নিয়মিত দৃশ্য। কোন অভিযোগের ভিত্তি আছে কি নেই, তা খতিয়ে দেখার আগেই মামলা রেকর্ড এবং গ্রেপ্তারকে অতি সহজ ও লাভজনক পদ্ধতিতে পরিণত করা হয়েছে। মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছে, তা এককথায় অস্বাভাবিক।

পীরগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু বলেন, ২৪ পরবর্তী সময়েও পীরগাছা থানা পুলিশ ফ্যাসিবাদী কায়দায় সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি সাংবাদিকরাও আর নিরাপদ নন।
যে থানার দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেই থানার বিরুদ্ধে এখন নিয়মিত অভিযোগ উঠছে মামলা বাণিজ্যের। কিছু পুলিশ সদস্য ক্ষমতাকে হাতিয়ার বানিয়ে ব্যক্তিগত স্বার্থে এবং প্রভাবশালীদের ইঙ্গিতে সাধারণ মানুষকে টার্গেট করছেন।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আপনার ম্যাসেজ আমি তদন্তকারী কর্মকর্তাকে দিয়েছি। এর বেশীকিছু বলতে পারবো না।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে মন্দিরের জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১

পীরগাছায় সাংবাদিক আসাদুজ্জামান মানিক গ্রেপ্তার: এলাকাবাসীর ক্ষোভ, প্রেস ক্লাবের নিন্দা

আপডেট সময়: ০১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

শাহীন মির্জা সুমন, বিশেষ প্রতিনিধি রংপুর:
রংপুর পীরগাছার সাংবাদিক আসাদুজ্জামান মানিককে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করার ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে তাকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণীর হাট থেকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান মানিক ওই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক গণকণ্ঠ’র পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, এক মাস আগে গত ২০ অক্টোবর নওদাপাড়া গ্রামে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের (৪৭) পুকুরে বিষ দিয়ে মাছ চুরি করেছেন মানিক। তবে স্থানীয়রা শুরু থেকেই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে আসছেন। তাদের দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগটি ব্যক্তিগত বিরোধের কারণে করা হয়েছে।


এদিকে একমাস আগের একটি মিথ্যা ঘটনা দেখিয়ে গত শুক্রবার অজ্ঞাত কারণে পীরগাছা থানায় হঠাৎ মামলাটি রেকর্ড করা হয়। এরপর শনিবার পুলিশ মানিককে গ্রেপ্তার করে।

এলাকাবাসী বলেন, এমন একটি ভিত্তিহীন অভিযোগে একজন কর্মরত সাংবাদিককে গ্রেপ্তার করা অন্যায় এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। মানিকের সহকর্মীদের ধারণা, মানিক এলাকায় বিভিন্ন অনিয়মেরর প্রতিবাদ করায় তাকে শত্রুতার টার্গেট করা হতে পারে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পীরগাছা প্রেস ক্লাব। তারা বলছে, মিথ্যা মামলায় সাংবাদিককে হয়রানি করা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য বের করে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, পীরগাছায় মামলার নামে হয়রানি এখন নিয়মিত দৃশ্য। কোন অভিযোগের ভিত্তি আছে কি নেই, তা খতিয়ে দেখার আগেই মামলা রেকর্ড এবং গ্রেপ্তারকে অতি সহজ ও লাভজনক পদ্ধতিতে পরিণত করা হয়েছে। মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছে, তা এককথায় অস্বাভাবিক।

পীরগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু বলেন, ২৪ পরবর্তী সময়েও পীরগাছা থানা পুলিশ ফ্যাসিবাদী কায়দায় সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি সাংবাদিকরাও আর নিরাপদ নন।
যে থানার দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেই থানার বিরুদ্ধে এখন নিয়মিত অভিযোগ উঠছে মামলা বাণিজ্যের। কিছু পুলিশ সদস্য ক্ষমতাকে হাতিয়ার বানিয়ে ব্যক্তিগত স্বার্থে এবং প্রভাবশালীদের ইঙ্গিতে সাধারণ মানুষকে টার্গেট করছেন।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আপনার ম্যাসেজ আমি তদন্তকারী কর্মকর্তাকে দিয়েছি। এর বেশীকিছু বলতে পারবো না।