০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সদরপুরে মন্দিরের জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা গ্রামে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ সুশান্ত মালো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, হরিন্যা গ্রামের শ্রী শ্রী সার্বজনীন রাধা–গোবিন্দ মন্দিরের প্রায় ৪৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, মো. বাবুল বেপারী নামে এক ব্যক্তি গোপনে জয়দেব ঘোষের কাছ থেকে ওই জমি ক্রয় করে দখলের চেষ্টা করেন।পরে আদালতে ১৪৪ ধারায় মামলা হলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী নন্দ ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার ভোরে বাবুল বেপারী, জয়দেব ঘোষ, সুশান্ত মালো, রাধাকান্ত মালো ও খোরশেদ বেপারীসহ ২০–২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরের জমি দখলে আসে। তারা রামদা ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মন্দির এলাকায় হামলা চালায়। এতে কয়েকজন নারীও মারধর ও শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত মো. বাবুল বেপারী বলেন, আমি আমার নিজ জমিতে ভোরে ঘর তুলতে যাই। আমার সঙ্গে ৩–৪ জন মিস্ত্রি ছিল। হঠাৎ নন্দ ঘোষসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমি ও আমার সহযোগীরাও আহত হই।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুশান্ত মালোকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড

সদরপুরে মন্দিরের জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১

আপডেট সময়: ০৪:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা গ্রামে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ সুশান্ত মালো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, হরিন্যা গ্রামের শ্রী শ্রী সার্বজনীন রাধা–গোবিন্দ মন্দিরের প্রায় ৪৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, মো. বাবুল বেপারী নামে এক ব্যক্তি গোপনে জয়দেব ঘোষের কাছ থেকে ওই জমি ক্রয় করে দখলের চেষ্টা করেন।পরে আদালতে ১৪৪ ধারায় মামলা হলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী নন্দ ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার ভোরে বাবুল বেপারী, জয়দেব ঘোষ, সুশান্ত মালো, রাধাকান্ত মালো ও খোরশেদ বেপারীসহ ২০–২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরের জমি দখলে আসে। তারা রামদা ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মন্দির এলাকায় হামলা চালায়। এতে কয়েকজন নারীও মারধর ও শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত মো. বাবুল বেপারী বলেন, আমি আমার নিজ জমিতে ভোরে ঘর তুলতে যাই। আমার সঙ্গে ৩–৪ জন মিস্ত্রি ছিল। হঠাৎ নন্দ ঘোষসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমি ও আমার সহযোগীরাও আহত হই।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুশান্ত মালোকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।