চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসনে চরঅযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশও স্কুল ফিডিং প্রকল্প উদ্বোধন১৭ইনভেম্বর সকাল১১.০০ ঘটিকা চর চরঅযোধ্যা হাট খোলা সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রশিদএর সভাপতিত্বে মা সমাবেশ স্কুল ফিডিং প্রকল্প উদ্বোধন
করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
"আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব "মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে উপস্থিত বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের করণীয় শীর্ষক মা সমাবেশ ওস্কুল ফিডিং প্রকল্প উদ্বোধন
অনুষ্ঠিত পালিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতিক্রমধর্মীয় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, ও সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান।
মা সমাবেশেও স্কুল ফিডিং প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে
সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহ আলম নিশাত।
শিক্ষার মান উন্নয়নেওখেলাধুলা উপজেলা পর্যায় স্বগৌরবে শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতায় পাঠদানে শ্রেষ্ঠোত্তর অবস্থান ধরে রেখেছে।
বিদ্যালয়টির জায়গাটি সংকীর্ণ। নাই বিনোদনের পর্যাপ্ত মাঠ। যেটুকু রয়েছে প্রভাবশালী লিজনির্ধারীদের
কবজায় রয়েছে। এই লিজনির্ধারীদের লিজ বাতিল করে সরকারি প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষার মান উন্নয়নের সম্প্রসারণের জন্য স্কুলের জায়গা পুনরুদ্ধারে এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়েছে বক্তারা।
সাবেক উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপাকে চর চরঅযোধ্যা হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় টির জায়গাটি পুনরুদ্ধার উদ্যোগ নেওয়ার জন্য বললেও অলিখিত তকবিরে পর্যভুষিত হয়েছে।
বক্তব্য রাখেন, চরঅযোধ্যা হাট খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। নতুনডাংগী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ: আজিজ।উপজেলা সহকারী শিক্ষকা কর্মকর্তা মিজানুর রহমান। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।