মোঃ সারোয়ার হোসেন অপু , নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি'র সাংবাদিক সমাজকে মিথ্যা ও মানহানিকরভাবে উপস্থাপনকারী বক্তব্যের তীব্র প্রতিবাদে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের ঐকমত্যে নতুন প্ল্যাটফর্ম ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’ গঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বদলগাছী সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ ঐক্যজোট গঠনের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলার সব সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ১১ সদস্যের এই ঐক্যজোটের নেতৃত্বে রাখা হয়েছে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের।
কমিটির আহ্বায়ক হলেন- মো. ফেরদৌস হোসেন, সভাপতি, বদলগাছী মডেল প্রেসক্লাব ও
সদস্য সচিব হলেন- হাসানুজ্জামান, সভাপতি, উপজেলা প্রেসক্লাব।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন-
বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, বদলগাছী সাংবাদিক সংস্থা'র সভাপতি, শহীদুল ইসলাম,সেন্ট্রাল প্রেসক্লাবের বদলগাছী শাখার সভাপতি
বুলবুল আহমেদ বুলু।
সদস্য হিসেবে রয়েছেন- বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক
হাফিজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
আব্দুল কাদের, বদলগাছী সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন।
সভায় বক্তারা অভিযোগ করেন, ইউএনও ইসরাত জাহান ছনি কর্তৃক সাংবাদিকদের নিয়ে সম্প্রতি দেওয়া মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য উপজেলার সাংবাদিক সমাজকে গভীরভাবে অপমান করেছে। “একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদেরকে নিয়ে অসত্য ও মানহানিকর মন্তব্য করে কেবল পেশাকে অবমাননাই করেননি, প্রশাসন ও গণমাধ্যমের সুসম্পর্কও বিনষ্ট করেছেন।”
সভা থেকে জানানো হয়, ইউএনও ইসরাত জাহান ছনি'র বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঐক্যজোট গঠন করা হয়েছে। অবিলম্বে তাঁর এই মানহানিকর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থনা না করলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।
সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে প্রয়োজনে তাকে প্রত্যাহারের জন্য জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনকে সম্পৃক্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সব সংগঠনের নেতা ঘোষণা করেন “একজন সাংবাদিকের মানহানি মানে পুরো সাংবাদিক সমাজের অবমাননা। বদলগাছীর প্রতিটি সংবাদকর্মী একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকবে।”
সভা শেষে ইউএনও ইসরাত জাহান ছনি'র মিথ্যা ও মর্যাদাহানিকর বক্তব্যের নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় এবং ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’কে অবিলম্বে কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।