
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে পৈতৃক সম্পত্তি জবর দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন টিভি ও পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা মোঃ ফারুক খলিফা।
মোঃ ফারুক খলিফা জানান, সংবাদে উল্লেখিত জমিটি পৈতৃক নয়, বরং বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি। প্রায় দুই মাস আগে তিনি নূর হোসেন খলিফার ভাতিজা মোঃ দিদার খলিফা এবং ভাতিজী মোসা. আছমা আক্তারীর কাছ থেকে যথাযথ দলিল ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে জমিটি ক্রয় করেন। জমিটির দলিল, খাজনা রসিদসহ সব ধরনের আইনগত কাগজপত্র তার কাছে রয়েছে।
তিনি আরও জানান, ওই জমির ওপর অবস্থিত দোকানঘরটি তিনি বিগত ছয় বছর ধরে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। পরবর্তী সময়ে সম্পত্তির মালিকের টাকার প্রয়োজনে দোকানঘরসহ জমিটি তার কাছে বিক্রি করেন। সেই সূত্রে বর্তমানে সেখানে তার বৈধ ব্যবসা চলছে।
ফারুক খলিফার দাবি, সম্প্রতি নূর হোসেন খলিফাসহ কয়েকজন ব্যক্তি বেআইনিভাবে জমি ও দোকানঘর দখলের চেষ্টা করছে। এমনকি তারা দোকানঘরের পাশে ইট-বালু এনে রাখে, যার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত উক্ত সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করেন।
গত ১০ নভেম্বর সকালে প্রতিদিনের মতো ব্যবসা পরিচালনার সময় নূর হোসেন খলিফা, সিরাজুল হক খলিফা, সাইদুল হক খলিফা, মেহেদী খলিফা, মহাসিন খলিফা, রেজাউল খলিফাসহ আরও কয়েকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ হামলায় দোকানের মালপত্র নষ্ট হয় এবং দোকানঘরও ক্ষতিগ্রস্ত হয়।
ফারুক খলিফা জানান, তিনি ঘটনার আইনি প্রতিকার নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
তিনি প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় ও বিভ্রান্ত করতে এই ভুয়া সংবাদ পরিবেশন করা হয়েছে।”
তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে যথাযথ তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান এবং উক্ত সংবাদে সংশোধন বা প্রতিবাদ প্রকাশের দাবি জানান।
এ বিষয়ে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
📄 বিবৃতি:
এই প্রতিবাদ সংবাদে প্রকাশিত বক্তব্য সংশ্লিষ্ট পক্ষ মোঃ ফারুক খলিফা-এর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রকাশ করা হলো।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ 


















