আপডেট সময়:
০৮:৪৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
294
সদরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া থেকে রবিবার গভীর রাতে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। জানা যায়, তার নাম মো. ফরহাদ বেপারী (৩৫)। তিনি ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা মৃত ইসলাম বেপারী ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘর থেকে তাকে তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের বামপাশের পকেটের ভিতর ৩ টি প্যাকেটে রক্ষিত ২৫০ পিস ইয়াবা টেবলেট পায় থানা পুলিশ। পরে তাকে গ্রেফতার করে সদরপুর থানা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি একজন মাদক সম্রাট। যুব সমাজ ধংস করে দিয়েছেন। তার রিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পেতেন। তাকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আসামী থানা হাজতে আছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া থেকে রবিবার গভীর রাতে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
জানা যায়, তার নাম মো. ফরহাদ বেপারী (৩৫)। তিনি ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা মৃত ইসলাম বেপারী ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘর থেকে তাকে তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের বামপাশের পকেটের ভিতর ৩ টি প্যাকেটে রক্ষিত ২৫০ পিস ইয়াবা টেবলেট পায় থানা পুলিশ। পরে তাকে গ্রেফতার করে সদরপুর থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি একজন মাদক সম্রাট। যুব সমাজ ধংস করে দিয়েছেন। তার রিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পেতেন। তাকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আসামী থানা হাজতে আছে।