০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা

ফরিদপুরের সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামে এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদেও বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পপি’র ম্যানেজার মো: মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার বিশ্বাস নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তর টাকা নিতে আসেন। তাঁর কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।


আহত নন্দ মালো বলেন, বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারি নাই। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে। তিনি জানান,পপিএনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নেন। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবেন বলে জানান।
পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন বলেন, আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তর টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।


এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো: মমিনুল হক সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব বলেন, এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা

আপডেট সময়: ০৬:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ফরিদপুরের সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামে এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদেও বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পপি’র ম্যানেজার মো: মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার বিশ্বাস নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তর টাকা নিতে আসেন। তাঁর কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।


আহত নন্দ মালো বলেন, বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারি নাই। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে। তিনি জানান,পপিএনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নেন। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবেন বলে জানান।
পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন বলেন, আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তর টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।


এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো: মমিনুল হক সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব বলেন, এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।