
বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বাগেরহাটে ২৮ দিনে ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে ৩৪৩ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানাগেছে।বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আরো নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।