আপডেট সময়:
০৪:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
147
ঘোড়াঘাটে প্রায় ২০০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস
ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান। এ সময় বাজারে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রির সময় প্রায় ২০০ চারা কেটে ধ্বংস করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ গাছের চারা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কোথাও বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান। এ সময় বাজারে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রির সময় প্রায় ২০০ চারা কেটে ধ্বংস করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ গাছের চারা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কোথাও বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।