১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

জাহিদ হোসেন সজলঃ ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের আয়োজন করে ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে গঠিত একটি উদ্যোগী কমিটি। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই সড়কে চলাচল এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, “শুধু সংস্কার নয়, মহাসড়কটিকে চার লেনে উন্নীত করাই এখন সময়ের দাবি। এখানে কোনো ধরনের আপস চলবে না। অবিলম্বে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখযোগ্য বক্তারা ছিলেন, এ এফ এম কাইয়ুম জঙ্গি, আহ্বায়ক, ফরিদপুর মহানগর বিএনপি, একে কিবরিয়া স্বপন, সদস্য সচিব, জেলা বিএনপি,অধ্যাপক আব্দুর তাওয়াব, কেন্দ্রীয় সূরা সদস্য, জামায়াতে ইসলামী,বদরউদ্দিন আহমেদ, জেলা আমির, অধ্যাপক এম এ সামাদ, শিক্ষাবিদ ও সমাজসেবক,

মফিজ ইমাম মিলন, সিনিয়র সাংবাদিক, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট চিকিৎসক, ফারিয়ান ইউসুফ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ, কামরুল ইসলাম সিদ্দিকী, সভাপতি, জেলা বাস মালিক গ্রুপ, দীন মোহাম্মদ দিনূ, মিনিবাস মালিক গ্রুপ, হায়দার মোল্লা, আহ্বায়ক, সমাজকল্যাণ ফ্রন্ট,কাজী রিয়াজ ও সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ, মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, কৃষক দল, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, যুবদল,মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল,ফরহাদ হোসেন, সভাপতি, গণ অধিকার পরিষদ, জনি বিশ্বাস, নেতা, গণ অধিকার ছাত্র পরিষদ, নিতাই রায়, আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দ আওয়াল হোসেন তনু, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড এবং আরও অনেকে।

স্মারকলিপি প্রদান ও ঘোষণা, মানববন্ধন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামী ২৩ জুলাই ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণ একত্রে অংশ নেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের অনুদান প্রদান।

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

জাহিদ হোসেন সজলঃ ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের আয়োজন করে ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে গঠিত একটি উদ্যোগী কমিটি। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই সড়কে চলাচল এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, “শুধু সংস্কার নয়, মহাসড়কটিকে চার লেনে উন্নীত করাই এখন সময়ের দাবি। এখানে কোনো ধরনের আপস চলবে না। অবিলম্বে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখযোগ্য বক্তারা ছিলেন, এ এফ এম কাইয়ুম জঙ্গি, আহ্বায়ক, ফরিদপুর মহানগর বিএনপি, একে কিবরিয়া স্বপন, সদস্য সচিব, জেলা বিএনপি,অধ্যাপক আব্দুর তাওয়াব, কেন্দ্রীয় সূরা সদস্য, জামায়াতে ইসলামী,বদরউদ্দিন আহমেদ, জেলা আমির, অধ্যাপক এম এ সামাদ, শিক্ষাবিদ ও সমাজসেবক,

মফিজ ইমাম মিলন, সিনিয়র সাংবাদিক, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট চিকিৎসক, ফারিয়ান ইউসুফ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ, কামরুল ইসলাম সিদ্দিকী, সভাপতি, জেলা বাস মালিক গ্রুপ, দীন মোহাম্মদ দিনূ, মিনিবাস মালিক গ্রুপ, হায়দার মোল্লা, আহ্বায়ক, সমাজকল্যাণ ফ্রন্ট,কাজী রিয়াজ ও সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ, মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, কৃষক দল, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, যুবদল,মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল,ফরহাদ হোসেন, সভাপতি, গণ অধিকার পরিষদ, জনি বিশ্বাস, নেতা, গণ অধিকার ছাত্র পরিষদ, নিতাই রায়, আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দ আওয়াল হোসেন তনু, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড এবং আরও অনেকে।

স্মারকলিপি প্রদান ও ঘোষণা, মানববন্ধন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামী ২৩ জুলাই ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণ একত্রে অংশ নেন।