
“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সভাপতি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা: নিটুল রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান সরকার, প্রকৌশলী. আবদুল মমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, নির্বাচন কর্মকর্তা: মঞ্জুর হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: হোসনেয়ারা বেগম, ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, গোলাম কাওছার, আসলাম বেপারী, আক্তারুজ্জামান তিতাস, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ৭নং সদরপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম ৬ নং চর নাছিরপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। দু’দলের খেলায় সদরপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ৫-০ গোলে চরনাছিরপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।