আপডেট সময়:
০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
109
সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালিটি শুরু হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র্যালিটি সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, “৪৭ বছরে বিএনপিকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি প্রস্তুত।” তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম সদস্য আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর রাজ্জাক খান, মাসুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালিটি শুরু হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র্যালিটি সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, “৪৭ বছরে বিএনপিকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি প্রস্তুত।” তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম সদস্য আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর রাজ্জাক খান, মাসুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।