০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিইসি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় সিইসি বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কীভাবে ভোট দিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নির্বাচন কমিশনারের সাথে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। প্রবাসীরা এ ধরনের আয়োজনের জন্য কনস্যুলেট ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত স্কুলছাত্র, হাসপাতালে দুই আরোহী

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন : সিইসি

আপডেট সময়: ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিইসি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় সিইসি বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কীভাবে ভোট দিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নির্বাচন কমিশনারের সাথে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। প্রবাসীরা এ ধরনের আয়োজনের জন্য কনস্যুলেট ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।