০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে মন্দিরে প্রতিমা ভাঙচুর, মানসিক প্রতিবন্ধী আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), ওরফে মঞ্জের পাগল মন্দিরে প্রবেশ করে ৬টি প্রতিমার মাথা ভেঙে ফেলেন।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তবে এ ঘটনায় অন্য কারও উসকানি ছিল কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পুলিশ ও প্রশাসনের তৎপরতা

ঘটনার পরপরই ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, প্রাথমিকভাবে এটি মানসিক প্রতিবন্ধীর কাজ বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমা ভাঙচুরের বিস্তারিত

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মন্দিরে পাহারা ছিল। এর পরপরই মনজের আলী অসুর, কার্তিক, স্বরসতিসহ মোট ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সাতক্ষীরা সদর কুশখালী ইউনিয়নে সাতানীতে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত।

ঝিনাইদহে মন্দিরে প্রতিমা ভাঙচুর, মানসিক প্রতিবন্ধী আটক

আপডেট সময়: ০২:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), ওরফে মঞ্জের পাগল মন্দিরে প্রবেশ করে ৬টি প্রতিমার মাথা ভেঙে ফেলেন।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তবে এ ঘটনায় অন্য কারও উসকানি ছিল কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পুলিশ ও প্রশাসনের তৎপরতা

ঘটনার পরপরই ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, প্রাথমিকভাবে এটি মানসিক প্রতিবন্ধীর কাজ বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমা ভাঙচুরের বিস্তারিত

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মন্দিরে পাহারা ছিল। এর পরপরই মনজের আলী অসুর, কার্তিক, স্বরসতিসহ মোট ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।