০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

দৈনিক প্রজন্ম সমাচারে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন নিহারেন্দু চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরিচিত মুখ সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী নিয়োগ পেয়েছেন অনলাইন পত্রিকা দৈনিক প্রজন্ম সমাচার-এর নির্বাহী সম্পাদক হিসেবে।

সাহিত্যচর্চা দিয়ে যাত্রা শুরু করা নিহারেন্দু চক্রবর্তী কৈশোর থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। ‘ঘুড়ি’ নামক সাহিত্য সাময়িকীর সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। নাসিরনগর সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা ও ছড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হন তিনি।

সাংবাদিক হিসেবে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন নিহারেন্দু। নব্বই দশকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম আইএনবি (ইন্টারন্যাশনাল নিউজ অব বাংলাদেশ) দিয়ে শুরু করে পরবর্তীতে দৈনিক নবচেতনা, ভোরের চেতনা, সময়ের কাগজ, বাংলাদেশের আলো, নিরপেক্ষ, মাতৃছায়াসহ একাধিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি সময়ের কাগজ-এর স্টাফ রিপোর্টার, বাংলাদেশের আলো-র জেলা প্রতিনিধি এবং নিরপেক্ষ পত্রিকা-র নাসিরনগর উপজেলা (মাল্টিমিডিয়া) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন বিটিএসএফ-এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সেরা সংগঠকের সম্মাননা অর্জন করেছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন সাংবাদিক সংগঠন বুমা (BOOMA)-এর সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

জনপ্রিয় জাতীয় পাক্ষিক ‘বার্তা প্রবাহ’ থেকে বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া পিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শেষে অর্জন করেছেন একাধিক সনদপত্র।

মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দৈনিক প্রজন্ম সমাচার কর্তৃপক্ষ তাকে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করে।

নিহারেন্দু চক্রবর্তী বলেন, “সাংবাদিকতা পেশা বেশ চ্যালেঞ্জিং, আর আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। পত্রিকাটির সার্বিক সফলতায় নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, “প্রকাশক ও সম্পাদক মো. শামীম আহমেদ, সহসম্পাদক সমির রুদ্র, বার্তা সম্পাদক মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করে ‘দৈনিক প্রজন্ম সমাচার’-কে একটি শ্রেষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলব।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

কালাইয়ে বিএনপির নেতা আব্দুল বারি,র বিশাল জনসভা ও মিছিল

দৈনিক প্রজন্ম সমাচারে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন নিহারেন্দু চক্রবর্তী

আপডেট সময়: ০৭:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরিচিত মুখ সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী নিয়োগ পেয়েছেন অনলাইন পত্রিকা দৈনিক প্রজন্ম সমাচার-এর নির্বাহী সম্পাদক হিসেবে।

সাহিত্যচর্চা দিয়ে যাত্রা শুরু করা নিহারেন্দু চক্রবর্তী কৈশোর থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। ‘ঘুড়ি’ নামক সাহিত্য সাময়িকীর সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। নাসিরনগর সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা ও ছড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হন তিনি।

সাংবাদিক হিসেবে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন নিহারেন্দু। নব্বই দশকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম আইএনবি (ইন্টারন্যাশনাল নিউজ অব বাংলাদেশ) দিয়ে শুরু করে পরবর্তীতে দৈনিক নবচেতনা, ভোরের চেতনা, সময়ের কাগজ, বাংলাদেশের আলো, নিরপেক্ষ, মাতৃছায়াসহ একাধিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি সময়ের কাগজ-এর স্টাফ রিপোর্টার, বাংলাদেশের আলো-র জেলা প্রতিনিধি এবং নিরপেক্ষ পত্রিকা-র নাসিরনগর উপজেলা (মাল্টিমিডিয়া) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন বিটিএসএফ-এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সেরা সংগঠকের সম্মাননা অর্জন করেছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন সাংবাদিক সংগঠন বুমা (BOOMA)-এর সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

জনপ্রিয় জাতীয় পাক্ষিক ‘বার্তা প্রবাহ’ থেকে বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া পিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শেষে অর্জন করেছেন একাধিক সনদপত্র।

মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দৈনিক প্রজন্ম সমাচার কর্তৃপক্ষ তাকে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করে।

নিহারেন্দু চক্রবর্তী বলেন, “সাংবাদিকতা পেশা বেশ চ্যালেঞ্জিং, আর আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। পত্রিকাটির সার্বিক সফলতায় নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, “প্রকাশক ও সম্পাদক মো. শামীম আহমেদ, সহসম্পাদক সমির রুদ্র, বার্তা সম্পাদক মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করে ‘দৈনিক প্রজন্ম সমাচার’-কে একটি শ্রেষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলব।”