০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার

শিমুল পারভেজ,স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে একটি ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জের নিয়োজিত সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পাওয়া যায় যে, ‘ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১’ নম্বরের একটি ট্রাকে গাঁজা বহন করে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছে। খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসান।

 

রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দিলে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পিছনের পাটাতনের উপর নীল পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময়: ০৩:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

শিমুল পারভেজ,স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে একটি ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জের নিয়োজিত সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পাওয়া যায় যে, ‘ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১’ নম্বরের একটি ট্রাকে গাঁজা বহন করে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছে। খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসান।

 

রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দিলে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পিছনের পাটাতনের উপর নীল পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।