
ওবায়দুল ইসলাম বাবু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য পার্বতীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন, পার্বতীপুর, দিনাজপুর এ জাতীয় কন্যা শিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শাকিনা বিনতে শরীফ, ব্রাক, ল্যাম্প, বারকোনা শিশু উন্নয়ন প্রকল্প, মহিলা বিষয়ক কিশোর কিশোরী ক্লাব হতে আগত কিশোর কিশোরী সহ সংশ্লিষ্ট সংস্থা ও ক্লাব হতে আগত কর্মকর্তা, কর্মী, সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ কিশোর কিশোরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কিশোর কিশোরী দের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক আলোচনা করেন, যা ভবিষ্যত জীবনে নিজেকে সুপ্রতিষ্ঠা ও সুন্দর ভাবে চলার পথে সহায়ক হবে।