
লিখন মিয়া, নকলা(শেরপুর)প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সচেতনতামূলক হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সঠিক ভাবে নিজের হাত ধোয়ার মধ্যদিয়ে হাত ধোয়া কর্মসুচি উদ্বোধন করেন।
প্রধান অতিথির হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. জাহাঙ্গীর আলম দিবসটির সাফল্য কামনা করেন এবং সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি রপ্ত করে দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ, অংশীজন ও শিক্ষার্থীরা সঠিক নিয়মে নিজ নিজ হাত ধৌত করেন।