
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. মুহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার কিংবা পরবর্তী নির্বাচনে গঠিত সরকার—সবই অবৈধ হিসেবে বিবেচিত হবে।”
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান আরও বলেন, “বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান। জনগণের রক্ত ও আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সনদই হবে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন। আমরা স্পষ্টভাবে বলছি—জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।”
প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনটি চাঁদকাঠী থেকে সাধনার মোড় পর্যন্ত বিস্তৃত হয়। এতে কয়েক শতাধিক জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং সদর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে।” তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং আন্দোলনকে আরো বেগবান করার ঘোষণা দেন।