০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ফকিরহাটে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা এলাকার একটি মেহগনি গাছের ডালের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান শেখ (৪৫) উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে।

এদিকে, মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। আসলে তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিতার বাড়িতে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক ভাবে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির

ফকিরহাটে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৭:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা এলাকার একটি মেহগনি গাছের ডালের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান শেখ (৪৫) উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে।

এদিকে, মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। আসলে তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিতার বাড়িতে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক ভাবে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।